(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইল পৌর-সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোড রোলার উপহার নড়াইল পৌর মেয়র মো:জাহাঙ্গীর বিশ্বাস জজানান,নড়াইল পৌর-সভায় একটি রোড রোলার প্রদান করায় আমি সর্বপ্রথম ধন্যবাদ জানায় মানবতার মা আমাদের উন্নয়ন মাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা কে।
আমি আর ও বিশেষ ভাবে ধন্যবাদ জানাই, যে মানুষটি নড়াইলের যে কোন বিষয়ে সার্বক্ষণিক আলাদা ভাবে নজরদারি রেখেন সকল কাজ কে সহজ করে দেন, আমাদের প্রিয় আপা স্থানীয় সরকার মন্ত্রানালয়ের পৌর শাখার উপসচিব জনাবা, ফারজানা মান্নান,এবং আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা বোধ ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মানবিক এমপি জননেতা মাশরাফি বিন মোর্ত্তজা কে,যার সার্বক্ষণিক প্রচেষ্টায় নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান।