সারা বিশ্ব বর্তমানে করোনা সঙ্কটে বিপর্য¯’। এই মহাবিপর্যয়ের অনিবার্য অভিঘাত দূর্বল করেছে দেশের অর্থনীতিকেও । করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ও অর্থনীতিকে গতিশীল করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো দেশের প্রান্তিক পর্যায়ে কাজ করছে । বর্তমান সময়ে সরকারের সকল গৃহীত পদপেসমূহকে বিবেচনায় রেখে ুদ্র উদ্যোক্তা ঋণ, কৃষিঋণ, অতিদরিদ্রদের জন্য স্বল্পসুদে ঋণ বিতরণ, শিা এবং স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট অনুমোদিত হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির নিয়ম মেনে গতকাল (২৯ জুন ২০২০) সংস্থার প্রধান কার্যালয়ে সম্মানিত সভাপতি মহোদয় জন, এস বিশ্বাসের সভাপতিত্বে বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাজেটে শিা, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসন খাতে বরাদ্দ রাখা হয়েছে সংস্থার অতিরিক্ত আয়ের ১০ %। জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু এবং পরিচালকবৃন্দসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাজেট বিষয়ক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালকের পে বাজেট উপস্থাপন করেন জনাব বিশ্বজীৎ কুমার ঘোষ (পরিচালক- অর্থ ও হিসাব)।