লোহাগড়ায় স্কুল ও সরকারি অফিস চত্বরে গাছের চারা রোপন করলো যুবলীগ

0
289

লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সোমবার বিভিন্ন স্কুল ও সরকারি অফিস চত্বরে শতাধীক গাছের চারা রোপন করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় লোহাগড়া উপজেলা যুবলীগ মাঠ পর্যায়ে গাছের চারা রোপন করছে। জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ ছদর উদ্দিন শামীম জানান, সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর, থানা ভবন চত্বর, সরকারি-বেসরকারি স্কুল চত্বরে শতাধীক বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়। নড়াইল জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান চারা রোপনে নেতৃত্ব দেন। এসময় লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারিক হাসান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ ছদর উদ্দিন শামীম, যুবলীগ নেতা শেখ মহসিন উদ্দিন, মিজানুর রহমান মিন্টু, শিল্পী মিলু ঠাকুর, গিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here