লোহাগড়ায় দেশীয় অস্ত্রসহ দুজন আটক

0
255

লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির লুটিয়া থেকে দেশীয় অস্ত্র উদ্ধার সহ দুজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য খান হুমাযুন কবীরের মালিকানাধীন মাইগ্রাম মৌজার জমি থেকে পাশর্^বর্তী লুটিয়া গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে শেখ হুমায়ুন কবীর টিটুর নেতৃত্বে ৬/৭ জন দুর্বৃৃত্ত গত শুক্রবার দুপুরে ১৫টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়। এঘটনায় গত শনিবার বিকালে শেখ হুমায়ুন কবীর টিটু ও চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে খান হুমাযুন কবীর বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ওসি(তদন্ত) ফিরোজ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ গত রবিবার রাতে লুটিয়া গ্রামে আসামী শেখ হুমায়ুন কবীর টিটু সহ ফিরোজ শেখ, হাসমত শেখ, মিজান শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১২টি সড়কি, ২টি ঢাল, ২টি রামদা, ৪টি কোঁচ, ছোরা ও হাতুড়ি উদ্ধার করে। এসময় হারুন শেখের ছেলে খায়রুল ইসলাম পলাশ ও জুলহাস মোল্যার ছেলে নুর আলমকে আটক করে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত রবিবার একটি মামলা দায়ের করেছে। পরে পুলিশ কেটে নেওয়া গাছও উদ্ধার করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধীক সূত্র জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। লোহাগড়া থানার ওসি(তদন্ত) ফিরোজ উদ্দীন জানান, দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here