নড়াইলে করোনা আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে ঝুড়ি ভর্তি ফল পাঠালেন ডিসি-এসপি

0
286
নড়াইল জেলা প্রতিনিধিঃ   নড়াইলে করোনায় আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে ঝুড়ি ভর্তি বিভিন্ন ধরনের ফল পাঠায়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম(বার)।
নড়াইল সদরের মোঃজিয়াউর রহমান জামী ও লোহাগড়ায় সাংবাদিক কাজি আশরাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায়,জেলা প্রশাসকের পক্ষ থেকে জিয়াউর রহমান জামী বাসায় এক ঝুড়ি বিভিন্ন ফল নিয়ে খোজ খবর নেন ও পুলিশ সুপারের পক্ষে এক ঝুড়ি বিভিন্ন ফল নিয়ে খোজ নেন লোহাগড়ায় কাজি আশরাফ এর বাসায়। সাংবাদিক ও তার পরিবারদের খোজ খবর নেন এবং যেকোন প্রয়োজনে জেলা প্রশাসনের ও পুলিশ সুপারের সহযোগিতার কথা জানান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এরকম মহানুভবতায় সাংবাদিক পরিবারের পক্ষ থেকে  আশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে কাজি আশরাফ ও জিয়াউর রহমান জামী দুজনেই সুস্থ্য আছেন,করোনা ভাইরাসের কোন উপসর্গ তাদের মধ্যে নেই বলেও জানান।
সাংবাদিক আশরাফ ও সাংবাদিক জামী সবার উদ্দেশে বলেন,এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরে থাকার কোন বিকল্প নাই,আপনারা ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন,অহেতুক জনসমাগমে চলা ফেরা করবেন না ১৪ দিন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকলে করোনা ভাইরাস থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here