নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী বাজারে বর্নমালা জ্ঞান
বিকাশ কেন্দ্র’র বিশেষ আয়োজনে করোনা ভাইরাসের সংক্রমনপ্রতিরোধমূলক প্রচার ও স্বাস্থ্য সচেতনতার জন্য গতকাল রবিবারসকালে সংগঠনটি হ্যান্ডবিল,লিফলেট মুক্ত সভা অনুষ্ঠিত হয়।সমাজে বিভিন্ন পেশার ও শ্রেনীর মানুষের মধ্যে করোনা ভাইরাসপ্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য এই সভা অনুষ্ঠিত হয়।বর্নমালা জ্ঞান বিকাশ কেন্দ্র’র সভা কক্ষে সংগঠনটির সভাপতিসমীর সিকদারের সভাপতিত্বে মুক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান, সাবেকচেয়ারম্যান এ.বি.এম শাহজাহান সিকদার, সমাজসেবক জাহাঙ্গীরহোসেন চৌধুরী নেছার সিকদার, এস.এ মাধ্যমিক বিদ্যালয়েরশিক্ষক মোঃ হেলাল উদ্দিন আহমেদ,ডাঃ ঈশ্বর চন্দ্র,সহকারী শিক্ষকআবুল কালাম,সমাজসেবক নূর ইসলাম,সংগঠনের অন্যতম সদস্য
আবুল কালাম খলিফা,ফরহাদ প্যাদা প্রমুখ।