শালিখায় ৫দিন ব্যাপী দতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

0
217

শালিখা (মাগুরা) প্রতিনিধি : পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) শালিখা মাগুরার আয়োজনে “ হাজামজা/পতিত পুকুর পুনঃ খননের মাধ্যমে সংগঠিত জনগেষ্টির পাট পঁচানের পরবর্তী মাছ চাষের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্প” এর সুফলভোগীদের ৫ দিন ব্যাপী দতা উন্নয়ন প্রশিন উদ্বোধন হয়েছে গতকাল। ট্রেনার ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান, পিডিবিএফ এর মাগুরা জেলার উপ-পরিচালক সুশীল কুমার মজুমদার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার প্রকাশ কুমার চক্রবর্তী, কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন, মৎস্য অফিসার কৃষিবিদ শারমিন আক্তার, প্রানী সম্পদ অফিসার ডাঃ আনিচুর রহমান। প্রশিণে ২৫ জন মহিলা অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here