সাতক্ষীরা সীমান্ত এলাকায় পুলিশের নাম ভাঙ্গিয়ে চোরাকারবারী ও মাদক বিক্রেতাদের কাছ থেকে অর্থ আদায়

0
238

সাতক্ষীরা ব্যুরো প্রধান : সাতক্ষীরা সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের কাছ থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায় করছে মাদক ব্যবসায়ীর একটি চক্র। মাদক বিক্রির সাথে সরাসরি জড়িত এই চক্রটি থানা পুলিশ, ডিবি, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছে দীর্ঘদিন ধরে। সাতক্ষীরা সদর উপজেলা সীমান্ত এলাকাবাসীর অভিযোগে জানা যায়, বাঁশদহা, রেউই, আখড়াখোলা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত কয়েকজন ব্যক্তি পুলিশ সহ কয়েকটি সংস্থার নাম ভাঙ্গিয়ে মাদক বিক্রেতা ও চোরাকারবারীদের কাছ থেকে অর্থ আদায় করছে দীর্ঘদিন ধরে। স্থানীয় জনগণ বিষয়টি জানার পরেও প্রকাশ্যে এই চক্রেরা বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না, কারণ এদের রয়েছে মাদকাসক্ত সন্ত্রাষী বাহিনী। বাঁশদহা’র ইছহাক আলীর ছেলে আকবর, কাওনডাঙ্গা গ্রামের আমজাদ আলী ছেলে আলী হোসেন, আখড়াখোলার আরিজুল এরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। এরা কাওনডাঙ্গা, চারাবাড়ি, তলুইগাছা, রেউই, হাওয়ালখালী, কাকডাঙ্গা, কাথুন্ডা, বৈকারী, ঘোনা ও আখড়াখোলা এলাকার মাদক ব্যবসায়ী। এরা দীর্ঘদিন ধরে সদর থানা পুলিশ, ডিবি, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে উপরে উল্লেখিত এলাকার চোরাকারবারি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগে জানা যায়। স্থানীয় জনগণ সরেজমিনে গেলে জানায়, এদের রয়েছে সন্ত্রাসী বাহিনী। যার কারণে প্রকাশ্যে কেউ কিছু বলতে পারে না। তবে পুলিশসহ অন্যান্য সংস্থারা তদন্তে গেলে যথাযথ প্রমান পাবে। বাঁশদহার এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানায় এরা দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায় করে মাদক বিক্রেতা ও চোরাকারবারিদের কাছ থেকে। এব্যাপারে আকবর, আলী হোসেন ও আরিজুলের সাথে মোবাইলে কথা বলার চেস্টা করলে পাওয়া যায়নি। এলাকাবাসী পুলিশসহ অন্যান্য সংস্থার উর্দ্ধতন কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here