বাঘারপাড়ায় পানিতে ডুবে মারা গেলেন ৭৫ বছরের বৃদ্ধ

0
221

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) ঃ বাঘারপাড়ার করিমপুর গ্রামের গৌরপদ বিশ্বাস (৭৫) নাম এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। বুধবার এগারটার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত্যঃ হাজারি বিশ্বাসের ছোট ছেলে গৌরপদ বিশ্বাস (৭৫) পানিতে ডুবে মারা গেছেন। তার পারিবারিক সূত্র ও করিমপুর গ্রামের সুষেন বিশ্বাস জানান,” মৃত্য গৌরপদ বিশ্বাস নিজের গরুর জন্য ঘাস ও কচুঁড়ি কাটার জন্য যশোর- নড়াইল সড়ক সংলগ্ন তার বাড়ির পার্শের ড্রেনে নেমেছিল। সম্ভবত ওই সসময় তার মাথা ঘুরে পানির মধ্যে পড়ে যায় এবং পরিবারের অজানা অবস্থায় মৃত্যুর পর তার দেহ পানিতেই পড়েছিল। পরবর্তীতে মৃত্যঃ দেহ উদ্ধার করা হয়।” উল্লেখ্য যে, তার ছেলেরা সবাই দেশের বাইরে অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here