কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : গাজা খাওয়ার অপরাধে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে জেল জরিমানার আদেশ দিয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, সদর উপজেলার হাজীডাংগা গ্রামের মৃত মোফাজ্জল হোসেন এর ছেলে আইনুদ্দিন (৫০), কুবিরখালীর বিল্লাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৯), কামতা গ্রামের শমসেরের ছেলে সদর(৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের আলী মোল্লার ছেলে মোল্লা শাহজাহান (৫০)।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সদর উপজেলার হাজীডাংগা গ্রামের আাইনুদ্দিনের পানির পাম্প ঘরে আসামী দেরকে গাজা খাওয়া অবস্থায় মাদকদ্রব্য গাজা ও গাজা সেবনের সরঞ্জাম সহ আটক করা হয়। এরপর মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।