মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরের মাইলবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় একজনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, ১২ই জুলাই উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আমির আলী শেখের ছেলে নুরুল আমিন শেখ(বাতেন) ও তার ভাই আহাম্মদ আলী নিজ দখলীয় জমি থেকে গাছের ডাল কাটার সময় তাদের ভগ্নিপতি করুন তার দলবল নিয়ে শ্যালকদের উপর হামলা করে ৩ জনকে মারাত্মকভাবে আহত করে। এই ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। যার নং-৩৪(৭)২০। মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই রাকিব জানায়, শুক্রবার দিবাগত রাত্রে অভিযান চালিয়ে মামলার ৩নং আসামী মাইলবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আমিনুর রহমান(২৮) কে আটক করা হয়েছে। এ সময় টের পেংে অন্যান্য আসামীরা পালিয়ে যায়।