করোনা উপসর্গ নিয়ে কালীগঞ্জের একজনের মৃত্যু

0
297

স্টাফ রিপোটা কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে। তিনি বেশ কিছু দিন অসুস্থ ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। অবশ্য তিনি যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জেল হোসেন (৭৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মৃত্যু রহিম বক্সের ছেলে। তোফাজ্জেল বুধবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান। এই তথ্য নিশ্চিত করে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহম্মেদ বলেন,লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here