চুকনগর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ক্রিস্টিয়ান এইড এর সহযোগীতায় ডুমুরিয়া উপজেলার রুাঘরা ইউনিয়নের দলিত ও প্রান্তিক নারী ও যুবদেও মাঝে বেসরকারী সংস্থা দলিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করেন রুদাঘরা ইউনিয়ন পরিষদ। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালীন সীমিত পরিসরে আয়োজিত আলোচনায় স্বাস্থ্যবিধি ও করোনা থেকে সুরক্ষা কৌশল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোস্তফা কামাল খোকন।
দলিত ও প্রান্তিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বৃত্তিপ্রাপ্ত জন উচ্চতর শিক্ষায় নিয়োজিত কিশোরীদের ও দলিত জনগোষ্ঠীদেও শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি তার ব্যক্তিগত পক্ষ থেকে বৃত্তি প্রদানের ঘোষনা প্রদান করেন। সাথে সাথে যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কঠোরভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউনিয়ন বাসীর প্রতি আহবান জানান। শিক্ষা, স্বাস্থ্য, জেন্ডার, মানবাধিকার, জীবিকায়ন প্রভৃতি বিষয়ে দলিত এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি করোনাসহ জীবানু সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদেও স্টান্ডিং কমিটিতে পাঁচ জন প্রতিনিধি সম্পৃক্ত করার প্রতিশ্রুতি প্রদান পূর্বক প্রধান অতিথি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহবান জানিয়ে উক্ত সামগ্রী বিতরণ করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্যে দলিত এর কর্মকান্ড উপস্থাপন করে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীর ক্ষমতায়নের লক্ষ্যে স্টান্ডিং কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব করার সুযোগ, সেফটিনেট কর্মসূচিতে দলিত নারীদের অগ্রাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দলিত নারীদেও অন্তর্ভূক্তি করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন দলিত এর কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাশ। প্রকল্প ব্যবস্থাপক চায়না দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী লাবনী দাস, ভক্তি দাস, সুইটি দাস, মাফিয়া খাতুন, ইউপি সদস্য সাবিনা বেগম, সওকত আলী সরদার প্রমূখ। দুইশত পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্যানিটারি ন্যাপকিন, সাবান সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ৯টি কম্যুনিটিতে গঠিত যুব উন্নয়ন দলের সদস্যদের মধ্যে স্প্রে, জীবানুনাশক বিতরণ করা হয় যা তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যদের সহযোগীতায় কম্যুনিটিতে জীবানুমুক্ত করার উদ্যোগ গ্রহণ করবেন।