কেশবপুরে ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় দু’চাচা আহত

0
214

ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥ কেশবপুর পল্লীতে ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলার দুই চাচা আহত হয়েছে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নতুন মূলগ্রামের কামরুজ্জামানের মেয়ে কোমরপোল ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিার্থী (১৯) কে কোমরপোল গ্রামের আতিয়ার রহমানের ছেলে আবু তাহের ও ফজলুর রহমানের ছেলে আবুল খায়ের দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব-সহ মাদ্রাসায় যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিল। নিরুপায় হয়ে ওই শিার্থী তার বাড়িতে ঘটনাটি জানায়। পরিবারের প থেকে তার চাচা বখাটে আবু তাহের ও আবুল খায়েরকে উত্যক্ত করা থেকে বিরত থাকতে বলে। এ ঘটনায় প্তি হয়ে বুধবার বিকেলে বখাটে আবু তাহের ও আবুল খায়েরের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিার্থীর চাচা কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক ওয়াহেদুজ্জামান ও মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক বদরুজ্জামানের উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে এলাকাবাসী মারাতœক আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে শিক্ষার্থীর পিতা কামরুজ্জামান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here