স্টাফ রিপোর্টার: যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন একশ’ ( তৃতীয় লিঙ্গের) হিজড়াদের মাঝে ত্রান সহায়তা দিয়েছেন। গতকাল শনিবার পুলিশ সপুরের নির্মনাধীন নতুন ভবনের সামনে এই ত্রান সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলশ সুপার সালাউদ্দিন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী,অতিরিক্ত পুলিশ সুপার অপু বিশ্বসা ও ডিআইও ওয়ান মশিউর রহমান । এসময় পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন , খূলনা বিভাগীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় উত্তরা ফাউন্ডেশনের উদ্যেগে তৃতীয় লিঙ্গের মাঝে এই ত্রান বিতরন করা হল। এসপি বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের সাথে ঈদ উৎসব ভাগাভাগি করে নেওয়ার জন্য আজের এই আফোজন। ত্রানের মধ্যে ছিল বিশ কেজী চাল ও তিন কেী ডাল।