কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সকল মানুষের মুখে একটাই কথা রাস্তা নয় যেন এক মৃত্যুপুরী।
ঝিনাইদহ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের পবহাটি এলাকায় চার রাস্তা মোড় বা সিটি মোড় বলে খ্যাত। এই জনগুরত্বপূর্ণ রাস্তাটি আরাপপুর বাসষ্টান্ড হয়ে পবহাটি সিটি মোড়, মার্কাস মসজিদ হয়ে বাস টার্মিনাল হয়ে যশোর, খুলনা।
অপরটি পুরাতন ডিসি কোর্ট হয়ে সোজা পবহাটি সিটি মোড় হয়ে শৈলকূপা চলাচল।
এই জনগুরুত্বপূর্ণ চার রাস্তার মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার বাস ট্রাক, লরি, রিক্সা,ভ্যান, গড়াই, রুপসা গাড়ী ও জনসাধারণের চলাচল।
এই সিটি মোড়ে আর কত প্রান ঝরলে সড়ক ও জনপথের কানে পানি যাবে বা তাদের হুশ হবে।
এই সিটি মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রান গেছে ঝিনাইদহ পৌর যুবলীগের আহবায়ক কাজী দিপুলের নানী, মোটরসাইকেল ব্যবসায়ী ইকবালের বড় ভাই বসির, সুকুমার ঘোষের মেয়ে শিউলি, এই শিউলিকে যশোর টু রাজশাহী এম,কে গাড়ী চাপাদিয়ে চলে যাই, মার্কাস মসজিদে তাবলিকে আসা ২ জন একসাথে গাড়ী চাপা দিয়ে চলে যাই।
এক মোটরসাইকেল আরোহীকে আজ সকালে রবিবার ২৩/ ৮/২০ তারিখ সকাল ভোর ৫ টার সময় বাসুদেবপুর গ্রামের একজনের ট্রাকের ধাক্কায় আহতে মৃত্য বরন করেন। গত রবিবার এই খানেই বসের ধাক্কায় আহত হয়েছেন ব্যবসায়ী আলাউদ্দিনের বড় ভাই।
এই মোড়ে আহত হয়ে পঙ্গু হয়ে আছেন প্রায় ২০ জন,
পবহাটি এলাকার সকল মানুষের দাবী এই মৃত্যুপুরী সিটি মোড়ে একটা স্প্রিটব্রেকার বা বিটের প্রয়োজন। সড়ক ও জনপথ ও এই রাস্তার ঠিকাদারের সাথে কথা হলে তিনি বলে ছিলেন ঈদের পর জন গুরুত্বপূর্ণ এই সিটি মোড়ে স্পিটব্রেকার বা বিট দিবেন।
কিন্ত আজ অবদি কোন গুরুত্ব দিচ্ছে না সড়ক ও জনপথ অফিস।
পবহাটি এলাকার জন সাধারন বলেন আমরা অচিরেই একটা মানববন্ধন করব এইখানে স্প্রিটব্রেট দেবার জন্য।
ঝিনাইদহ পৌরসভার এক নং ওয়র্ডের জনপ্রিয় কমিশনার জাহিদুল ইসলাম বলেন এই সিটি মোড়ে প্রতিদিন হাজার হাজার গাড়ী ও জনসাধারণের চলাচল, তাছাড়া এই রাস্তার সাথেই মার্কাস মসজিদ, প্রতিদিন কলার হাট বসে। রাস্তার দুই পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা আছে এই রাস্তা দিয়ে কমলমতি শিশুরা চলাচল করে। এই জনগুরুত্বপূর্ণ জাইগায় স্প্রিটব্রেকার অবশ্য প্রয়োজন।