যশোরে রমজান হত্যা মামলায় আটক টনি রিমান্ড মঞ্জুর

0
256

কাগজ সংবাদ : যশোর শহরের বেজপাড়া তালতলার মোড়ে রমজান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তহিদুল ইসলাম টনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। টনি বেজপাড়া কবরস্থানের সামনে বাদল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মানিক মিয়া ওরফে নাগু। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালে ১৯ ডিসেম্বর রাত ৮টার দিকে বেজপাড়া তালতলার মোড়ের ইতালী প্রবাসি ফিরোজ উদ্দেনের বাড়ির সামনে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় রমজান আলীকে। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার নীলফা রামচন্দ্রপুর গ্রামের রবিউল চাকলাদারের ছেলে। মৃত্যুর আগে রমাজন যশোর শহরের পালবাড়ি আয়েশা পল্লীরর জব্বারের বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় নিহতের মা ১৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ হত্যার সাথে জড়িত টনিকে পুলিশ বেজপাড়া কবরস্থানের পাশ থেকে আটক করে। পরে মামলার তদন্তকালী কর্মকর্তা আটক টনির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here