বলিউডে একসাথে ৩ খান, হতে যাচ্ছে ইতিহাস

0
377

যশোর  ডেস্ক : বলিউডের ফিল্ম ইতিহাসের সবচেয়ে বড় চমকের ঘটনা ঘটতে যাচ্ছে।  একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ, সালমান ও আমির খান। বলিউডে এ ধরনের ঘটনা এই প্রথমবার ঘটতে যাচ্ছে। আর এর পুরো  কৃতিত্ব অবশ্যই আমির খানের। তার ছবি ‘লাল সিং চাড্ডা’র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন তিন খান। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, ‘একসঙ্গে তিন খানকে পর্দায় আনা খুবই কঠিন।’ এবার সেই কঠিন কাজটাই সম্ভব করে ফেলতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন এবং প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। তবে তিন খানকে এক ছবিতে দেখা যেতে পারে, খবরটা কিন্তু এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, নব্বইয়ের দশকের স্মৃতি উসকে ‘লাল সিং চাড্ডা’য় ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় চরিত্র ‘রাজ’-এর বেশে দেখা যাবে শাহরুখ খানকে। আর সালমানকে দেখা যাবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমের ভূমিকায়। ‘লাল সিং চাড্ডা’ ছবির মূল চরিত্র আমিরকে দেখা যাবে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেটে । সেখানেই এক ঝলক দেখা যাবে ‘রাজ’ রূপী শাহরুখকে। কিং খান ক্যামিও চরিত্রটির শুটিংও ইতিমধ্য সস্পন্ন  হয়েছে। একইভাবে সালমানকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে। তবে সালমানের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পুরো বিষয়টি নিয়ে ছবির নির্মাতাদের তরফ থেকেও এখনও কিছুই জানানো হয়নি। তবে নতুন এই খবরে বেশ উচ্ছ্বসিত তিন খানের ভক্তরা। আর এর মধ্যেই তিন খানকে একসঙ্গে পর্দায় দেখার যে ইচ্ছা ছিল সকলের, সেটা কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here