জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত খালেদা জিয়া ও তারেক রহামনের পক্ষ থেকে যশোরে কম্বল বিতরণ

0
208

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ও যশোর সদর উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় চেয়াারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০০ জন শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালনের অংশ হিসেবে সদর উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির কাজী আজমসহ উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here