আশাশুনিতে মেম্বর পদপ্রার্থী বিল্লাল হোসেনের নির্বাচনী মিছিল ও পথসভা

0
261
ai

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভ্যান প্রতিকের মেম্বর পদপ্রার্থী বিল্লাল হোসেন গাজীর নির্বাচনী মিছিল ও গনসংযোগ সহ পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যায় মিছিল নিয়ে ওয়ার্ডের বিভিন্ন স্থান ঘুরে ২নং ওয়ার্ডের খ্রিষ্টান পাড়া মোড়ে চৌরাস্তায় এক পথসভা করে। নির্বাচনি পথ সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সভায় বক্তব্য রাখেন ভ্যান প্রতিকের মেম্বর পদপ্রার্থী বড়দল ইউনিয়ন ভ’মিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন গাজী। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও আশির্বাদ সহ ভ্যান প্রতীকে ভোট প্রার্থনা করেন। সে আরও বলেন আপনাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার সুযোগ দেওয়ার আহবান জানাচ্ছি। আমি নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করা সহ স্বচ্ছ জবাবদিহিতা, মাদক,দালাল ও সন্ত্রাসীকর্মকান্ড সহ অবৈধ ভাবে ভূমি দখল মূক্ত একটি মডেল ওয়ার্ড গঠন করব ইনশাল্লাহ. নিরলস ভাবে গরীব দুঃখি মানুষের সমস্যা সামাধানের চেষ্টা করা সহ ব্যক্তিগত ভাবে গরীব অসহায় পরিবারের চিকিৎসা ও লেখাপড়ার আর্থিক সাহায্য করব। আমাকে একবার নির্বাচিত করে পরিক্ষা করে দেখুন আমি যদি ভাল কাজ না করতে পারি তাহরে আর কখনো আপনাদের কাছে কখনো ভোট চেতে আসবো না। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা ভ’মিহীন সভাপতি সাংবাদিক এম,এম সাহেব আলী, সমাজ সেবক আঃ গফ্ফার গাজী, করিম গাজী, কবির গাজী, নেছার আলী, আজিজ গাজী, আজগর সরদার, আলিম সরদার , সবুর সরদার, গফুর সরদারসহ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here