মাশরুর রহমান মাহদী’র শুভ জন্মদিন পালন

0
294

নিজেস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ১০ ডিসেম্বর সাংবাদিক মাসুদ রানা রেজা’র এক মাত্র পুত্র মাশরুর রহমান মাহদী’র ৩য় তম জন্মদিন পালন করা হয়েছে। সততার আবরণে নিজেকে আবৃত করে সত্যিকারের ন্যায় ও আদর্শবান মানুষ হও এই প্রত্যাশা বাবা-মায়ের। জন্মদাতা ও জন্মদাত্রীর প্রত্যাশা দেশের তথা প্রতিটি শিশু নিরাপদ থাকুক, ভাল থাকুক। আজকে শিশু হোক আগামীর কাণ্ডারী। মাশরুর রহমান মাহদীর পরিবারের প থেকে দোয়া কামনা করা হয়েছে, যেন সে নিরাপদ থাকে। আদর্শ মানুষ হিসেবে কাজ করতে পারে দেশ ও জাতির উন্নয়নে। প্রিয় অনুজের জন্য সকলের দোয়া কামনা করেছেন দাদুভাই, দাদীআপা চাচ্চু, ফুপুজী, নানু আপা, মামা, মামী, ভাইবোন, খালামনি ও তার আব্বু-আম্মু। ৩য় তম জন্মদিন উপল্েয জুম্মার নামজ বাদ মাহদী’র নিজ বাসভবনে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত করেন কবর স্থান জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here