আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

0
254

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস’২০২২ পালিত হয়েছে। রবিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আশাশুনির আয়োজনে এবং উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় ও আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সহযোগিতায় আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’’ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালন উপলে আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে উন্নয়ন সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উন্নয়ন সংস্থার পে মো. জাবের হোসেন, এজ (ঊউএঊ) সংস্থার পক্ষে সভাপতি মোছাদ্দেক হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এনজিও প্রতিনিধিগণ। অনুষ্ঠান শেষে চেক বিতরণ করেন সমাজসেবা অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here