কলারোয়ায় নৌকার প্রার্থী স্বপনের শিক্ষকদের সাথে সৌজন্য মতবিনিময়

0
150
এম, এ সাজেদ,কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-১,( তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার(২০ ডিসেম্বর) সকাল ৯ টায় কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদমিনার  চত্বরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমন্ডলীর সাথে ও মতবিনিময় হয়। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি।  আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হাফিজুর রহমান, হুমায়ুন কবির মিঠু, শামসুর রহমান লাল্টু, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, বনি আমিন, উৎপল কুমার সাহা, ইব্রাহীম হোসেন, আব্দুল করিম, আব্দুস সবুর, বদরুজ্জামান বদরু, জাকাতুল্যাহ, রহুহুল কুদ্দুস, মহসীন আলি, শাহরিয়ার কবির সুমনসহ মাদ্রাসা ও হাইস্কুল পর্যায়ের ৮ শতাধিক শিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here