দেবহাটার কুলিয়া থেকে প্রায় তিন হাজার জনসাধারণের পকেটের টাকা নিয়ে চম্পট কোথায়!

0
194
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: এই ধরনের প্রলোভনের খপ্পর থেকে সচেতনাতার লক্ষে সজাগ থাকতে হবে। বহিরাগত ব্যাক্তিরা অনেক সময় বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ করে। তাঁরা নিজেরা হঠাৎ কাউকে চিন্তেপারেনা।এরফলে ব্যাক্তি মাধ্যমে এলাকার জনসাধারণের পাশে যেয়ে  পকেটের টাকা উচ্ছেদ করে নিজেদের পকেটে ভরার একমাত্র মাধ্যেম প্রভাবশালী প্রাণনাথ। সাতক্ষীরার দেবহাটা উপজেলার ০১ কুলিয়া ইউনিয়নের যিনি চেয়ারম্যান প্রার্থী হয়ে অন্য প্রার্থীদের প্রতিদ্বন্দী হিসাবে নির্বাচন করেছিলেন। সেই ব্যাক্তি সমবায় সমিতি নামক খুলে কিছু মধ্যেবর্তীদের নিকট থেকে যে টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার খোঁজ খবর নিতে ভুক্তভোগীরা একটু পদবিক্ষেপ নেওয়ায় প্রাণ নাথ ও তার স্ত্রী এলাকা থেকে উধাও। সরজমিন পরিদর্শন কালে উক্ত এলাকায় যেয়ে তার বিরুদ্ধে বিভিন্ন  অভিযোগ কথা শোনা যায়। সুত্র হচ্ছে,তার হয়তো, নির্বাচন করতে অর্থযোগাতে সমিতি ছিলো স্পেশাল উত্স। নিরুপায় হয়ে জীবন যাপন  করছে উক্ত এলাকার ভুক্তভোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here