যশোরে ২৪ ঘন্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত সাগরে সৃষ্ট নিম্নচাপ যশোর হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে

0
146

যশোর অফিস : যশোরে আগামী ২৪ ঘন্টা আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্ন চাপ হিসাবে  যশোর অতিক্রম করে পশ্চিম বঙ্গের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত যশোরে ৮২মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানাগেছে। তবে বেলা বারোটা পর্যন্ত কখনো ভারী এবং কখনো অতি হালকা বৃষ্টি হয়েছে বলে জানাগেছে। ঢাকার আবহাওয়া অফিস ফোনে জানিয়েছে নিম্নচাপটি অতিক্রম করার পর যশোরে আরো ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী ২৪ ঘন্টা হালকা বৃষ্টিপাত হবে। গত দুইদিন যাবত সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে যশোরসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দুইদিনের বৃষ্টি পাতে যশোর শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here