কাগজ সংবাদ : যশোরে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ
জেলা শাখার উদ্যোগে পবিত্র আজিমুশ্বান ইসলামী
জলছা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় টাউনহল
মাঠে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয়
ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম
অমিত। প্রধান বক্তা ছিলেন কেন্দীয় সমন্বয় পরিষদের
সদস্য ও জেলা কর্মীপ্রধান জাহিদ হাসান টুকুন।
ওয়াজ করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম
মাওলানা রুহুল আমিন সিদ্দিকী ছাহেব,মাওলানা
শাহিউদ্দীন মণিপুরী,মাওলানা আকরাম হোসেন
শৈলকুপ। বিশেষ অতিথি ছিলেন যশোর সাংগঠনিক
বিভাগ কর্মী প্রধান জাহাঙ্গীর কবির,সহকারি
কর্মী প্রধান আসাদুজ্জামান আসাদ,শার্শা
উপজেলা কর্মী প্রধান এইচ এম আবুল
বাশার,চৌগাছা উপজেলা কর্মী প্রধান আমির
হোসেন,বাঘারপাড়া কর্মী প্রধান মোসলেম
আলী।অফনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সহকারি
কর্মী প্রধান মজিবর রহমান। প্রমুখ।















