গার্মেন্ট বন্ধে মালিকদের প্রতি অনুরোধ রুবানা হকের

0
638

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এছাড়াও করোনায় মৃত্যু হয়েছে আট জনের।

তাই করোনায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

শনিবার রাতে এক অডিও বার্তায় তিনি এ অনুরোধ জানান।
অডিও বার্তায় তিনি বলেন, কাজের অর্ডার থাকলে পোশাক কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা। তবে এ ক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here