সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগে ঔষধের দোকানদার মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এর আগে দোষী দোকানদারকে আটকের দাবিতে কর্মবিরতিসহ মানববন্ধন করেন সদর হাসপাতালের চিকিৎসকরা। কর্মবিরতি চলাকালে ব্যাপক দূর্ভোগের মধ্যে পড়েন সেবা নিতে আসা রোগীরা।
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদ্জ্জুামান জানান, দোকানদার মনিরুল সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক তৈয়েবুর রহমান গালিবকে লাঞ্চিত করায় চিকিৎসকরা তাদের সকল কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করেন। এ ঘটনায় মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি আরো জানান, চিকিৎসকরা অভিযোগ দিলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। সদর হাসপাতালের চিকিৎসক ডা. তৈয়ুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় এক রোগীর প্রেসক্রিপশনে লেখা নির্ধারিত ঔষধ না দেয়ায় তিনি সদর হাসপাতালের সামনে এস,এম ড্রাগ হাউসে যান। এসময় ওষুধ ফেরত না নিয়ে দোকানদার মনিরুল ইসলাম তার সাথে মারমুখি আচরণ করেন। একপর্যায়ে তাকে শারিরীকভাবে লাঞ্চিত করা হয়। এর প্রতিবাদে চিকিৎসকরা শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন। এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, সমস্যার সমাধানে বর্তমানে আলোচনা সভা চলছে।