ফুলতলায় করোনা ভাইরাস সংক্রান্ত সভা, শুক্রবার থেকে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ

0
441

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১১ টায় ফুলতলা বাজারের গামছা চান্দিনায় পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস (কোভিড- ১৯) সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, এসআই আঃ আলিম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহ-সাধারণ সম্পাদক এস কে মিজানুর রহমানসহ বাজার বণিক কল্যাণ সোসাইটির কর্মকর্তা, দামোদর ও ফুলতলা ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। সভার পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক আজ শুক্রবার থেকে ফুলতলা বাজারের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত অন্য সকল ধরনের দোকান পুণঃরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here