পাইকগাছায় ছাত্রলীগনেতা আফি আজাদ বান্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
437

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় ছাত্রলীগনেতা আফি আজাদ বান্টি ও তার দলীয় লোকদের নিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও ইচ্ছার বিরুদ্ধে ইউপি সদস্য হারুন জমাদ্দারের বিরুদ্ধে জবানবন্দি গ্রহণ করায় পাইকগাছা প্রেসকাবে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার আলমতলা গ্রামের আব্দুল মাজেদ সরদারের স্ত্রী রাজিয়া বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, শরিফুল ইসলামের ছেলে দিনার সানা, আনিস সানার ছেলে আফি আজাদ বান্টি আমার বাড়ীতে এসে বলে, আমি সরকারি সহায়তার কোন কার্ড পেয়েছি কিনা, বা কার্ড দেয়ার নাম করে ইউপি সদস্য হারুন জমাদ্দার টাকা নিয়েছে কিনা তা জানতে চাই। কার্ডের জন্য ইউপি সদস্য হারুন জমাদ্দার টাকা নিয়েছে বলে চাপ সৃষ্টি করতে থাকে। আমি অস্বীকৃতি জানালে মোটা অংকের টাকার প্রলোভন দেখায় এবং ঈদের জামা-কাপড় সহ আর্থিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করে। যদি এসব কথা আমি না বললে সে আমাকে খুন-জখমের হুমকি দেয়। ফলে আমি সহ এলাকার অনেকেই তাদের ভয়ে জান-মালের চরম নিরাপত্তাহীনতায় রয়েছি বলে সাংবাদিক সম্মেলন উল্লেখ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here