যশোরে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

0
456

যশোর প্রতিনিধি : যশোরে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিললো। বুধবার পরীক্ষাগারে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের পজেটিভ রেজাল্ট পাওয়া যায়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার যশোর জেলা সিভিল সার্জন অফিস থেকে ২৮টি নমুনা সরবরাহ করা হয়। এসব নমুনা পরীক্ষা করে আজ বুধবার ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সকালে যশোর সিভিল সার্জন ও আইডিসিইআর বরাবর এই ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই জেলায় এখন পর্যন্ত ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু মঙ্গলবার ২৮ টি নমুনা পাঠানো হয়েছিলো (যবিপ্রবিতে) এদের ভিতর পুরাতন ৩ জনের করোনা পজেটিভ এবং নতুন করে আরো ৩ জনের করোন পজেটিভ এসেছে৷ সব মিলিয়ে ৯৫ জন করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত হওয়াদের মধ্যে এখনো এই জেলায় কেউ মারা যাননি। দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোর মধ্যে যশোরেই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here