খাজুরা হাইস্কুলের শতভাগ পাশে বাঁধভাঙা উচ্ছাস!

0
457

খাজুরা (যশোর) প্রতিনিধি : দীর্ঘদিনের পিছিয়ে পড়া প্রতিষ্ঠানটি এবার সাফল্য নিয়ে ঘুরে দাড়িয়েছে। শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় যশোরের খাজুরা এমএনমিত্র মাধ্যমিক বিদ্যালয় অভাবনীয় এ সাফল্য অর্জন করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে দু’জন জিপিএ-৫ গোল্ড ও একজন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানের কারিগরী বিভাগে ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কৃতকার্য হয়েছে ৯১ জন। এর মধ্যে দু’জন জিপিএ-৫ গোল্ড পেয়েছে। কারিগরীতে শতকরা ৮৩% পাশের হার। গত রোববার দুপুরে ফলাফল প্রকাশের পর স্কুল চত্বর উৎসব মুখর হয়ে উঠে। করোনার কারণে শিক্ষার্থীরা এ উৎসবে যোগ দিতে পারেনি। তবে এদিন বেশ কয়েকজন অভিভাবক মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে ছুটে আসেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ইছালী ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন। এ সময় তারা একে অন্যকে মিষ্টি খাইয়ে দেন। মঈনুদ্দিন ময়না নামে এক অভিভাবক জানান, বৃহত্তর খাজুরা এলাকার প্রথম মাধ্যমিক এটি। ১৯৪৩ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। গত কয়েক বছর যাবৎ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ও ফলাফলে পিছিয়ে ছিল। বর্তমান প্রধান শিক্ষক বজলুর রহমান যোগদানের পর পিছিয়ে পড়া প্রতিষ্ঠানটি সাফল্য নিয়ে ঘুরে দাড়িয়েছে। প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক বজরুল রহমান জানান, ‘আমাদের শিক, অভিভাবকদের তৎপরতা ও শিার্থীদের পরিশ্রমে আশানুরূপ ফল সম্ভব হয়েছে। আগামীতেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here