ফুলতলায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে পাগলীর মৃত্যু

0
354

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ- গতকাল শনিবার আনুমানিক ভোর ৫ টায় যশোরখুলনা মহাসড়কে ফুলতলা থানার সামনে অজ্ঞাতনামা এক পাগলী (৫০) গাড়িরচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসিমোঃ শাহাবুদ্দিন চৌধুরীর সাথে কথা বললে জানা যায়, অজ্ঞাতনামা পাগলীর লাশপোস্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা
হয়েছে। লাশের পোস্টমর্টেম শেষে বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান-ই-মফিদুল এর নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানায়একটি সাধারণ ডায়রী (নং- ৩৩০, তারিখ- ১৩/০৬/২০২০) করা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here