পাগলাকানাই টু চন্ডিপুরের ডেফলবাড়ি সড়কের নাজুক অবস্থা

0
331

এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহের ব্যস্তময় সড়ক পাগলাকানাই থেকে চন্ডিপুর বাজার রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে খাদের সৃষ্টি হয়েছে। বছর খানিক আগেই রাস্তাটির বিভিন্ন অংশে মেরামত করা হয়েছে। আগের তুলনায় রাস্তা মৃসন হওয়ায় এই সড়টি হয়ে ওঠে ঝিনাইদহ থেকে কোটচাঁদপুর মহেশপুর যাওয়ার নিরাপদ রুট। প্রতিদিন এই সড়ক দিয়ে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগরসহ বিভিন্ন গ্রামে মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি বাজার পার হয়ে মসজিদ সংলগ্ন রাস্তাটির বেজ ভেঙ্গে খোয়া ও পিস উঠে গেছে। ক’দিনের টানা বৃষ্টিতে সেখানে এক বিপজ্জনক অবস্থা তৈরী হয়েছে। স্থানীয়রা জানান, এই ভাঙ্গা স্থানে যাত্রীসহ গাড়ি উল্টে যাচ্ছে। কোন সময় ট্রাকের চাকা ভেঙ্গে বন্ধ হচ্ছে যান চলাচল। সড়কটিতে আমা ইটেরখোয়া ইট আর বালি ফেলে সমাধান করার চেষ্টা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে প্রতিদিন ডেফলবাড়ি, গান্না, চন্ডিপুর, শৈলমারী ও বাজারগোপালপুরগামি হাজারো মানুষ বেহাল সড়কে চলাচল করতে দূর্ভোগ পোহাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে কালুহাটি স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত রাস্তাটিও নাজুক। এলাকার মেম্বর ও চেয়ারম্যানরা এ সব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়ে প্রতিকার চাইতে পারে বলে এলাকাবাসি মনে করলেও তারা এদিকে খেয়াল করেন না বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here