মাগুরার পৌরসভার দুটি পাড়াকে প্রশাসনের “রেড জোন”ঘোষণা

0
340

মাগুরা প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ কতৃক “রেড জোন” চিহ্নিত করে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের খান পাড়া ও পিটিআই পাড়াকেলকডাউন ঘোষণা করেছে প্রশাসন ।মাগুরায় আজ রোববার সন্ধ্যায় সিভিল সার্জন ডা:প্রদীপ কুমার সাহা জানান,
করোনা সংক্রমণরোধে শহরতলীর খান পাড়া ও পিটিআই পাড়াকে “রেড জোন”চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে । উক্ত পাড়ায় ৫টি গেট করে লকডাউন করা হয়েছে । তাছাড়া জেলা তথ্য অফিসের প্রচার মাইকিং করে উক্ত দুটিএলাকাবাসীকে বাইরে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে ।উল্লেখ্য, আজ রোববার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৪ জন । মারা
গেছে ২ জন। সুস্থ হয়েছে ৩৪ জন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here