নোমান পারভেজ শৈলকূপা ,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ১০৪ পিচ ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) থানা পুলিশে বিশেষ অভিযানে উপজেলার বগুড়া ইউনিয়নের বড়বাড়ি বগুড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- ওই গ্রামের মুজিবর রহমানের ছেলে আরিফ বিশ্বাস (৪০) ও মনজের বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস(১৯)।
পুলিশ সুত্রে জানা যায়, শৈলকুপা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস দল সোমবার বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আবাইপুর বাজার এলাকা থেকে গোঁপন সংবাদের ভিত্তিতে ১০৪ পিচ ইয়াবা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃতদের নামে মাদকের নিয়মিত মামলা দায়ের করে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।