চৌগাছা ছাত্রলীগ নেতা শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় চার্জশীট

0
364

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা শামীম রেজার বিরুদ্ধেঅস্ত্র ও মাদক মামলায় চার্জশীট দিয়েছে পুলিশ। শামীম উপজেলা আওয়ামী লীগের নির্বাহীকমিটির সদস্য ও সাবেক ইউপি মেম্বার আওরঙ্গজেব চুন্নুর ছেলে। মামলার তদন্ত শেষেকোতোয়ালী থানার এস আই জাকির হোসেন আদালতে এ চার্জশীট জমা দিয়েছেন।চার্জশীটে উল্লেখ করা হয়, গত ১৯ ফেব্রয়ারী রাত সাড়ে ১১ টার সময় চৌগাছা মহাসড়কেরবাগডাঙা এলাকার শহিদুল ইসলামের ইট ভাটার সামনে থেকে শামীম কে আটক করা হয়। পরেতার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একরাউন্ড গুলি ও ৬৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় কোতোয়ালী থানার এস আই জিয়াউর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্তশেষে পুলিশ আদালতে এ চার্জশিট জমা দেয়। মামলায় আরো উল্লেখ করা হয়, শামীম এলাকায়সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।এদিকে, শামীম আটকের আগে গভীর রাতে শামীম রেজাকে বেড় োবিন্দপুর গ্রামের বুদোরবাড়ি থেকে সাদা পোষাকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে সেসময়অভিযোগ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here