চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

0
385

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বরুপদাহ, সুখপুকুরিয়া ও নারায়নপুর ইউনিয়নের দলীয় শীর্ষ নেতাদের নিয়ে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে (কাঁচা বাজারাস্থ্য) স্বাস্থ্যবিধি মেনে এই সভা অনুষ্টিত হয় বলে দলীয সূত্র নিশ্চিত করেছেন। পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আতাউর রহমান লাল ও মাসুদুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
এ সময় সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু মুসা, যুগ্ম আহবায়ক এসএম মিলন ও মিজানুর রহমান, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাষ্টার সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম বাবু, নারায়নপুর ইউনিয়ন বিএনপি নেতা মজনুর রহমান, আবু সালাম, বিএনপি নেতা দিনআলী, কফিল উদ্দিন, আইজেল হোসেন, লাল মিয়া, মাষ্টার সদর আলী, মহিউদ্দিন, আঃ সাত্তার, হানেফ আলী, ডাঃ কামাল উদ্দিন, তাহাজ্জেল হোসেন, নুরনবী, ইসমাইল হোসেন, শফি উদ্দিন, মন্টু মিয়া, যুবনেতা কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জাফর আলী, ছাত্রনেতা মেহেদী হাসান, আল বুরুজ, আহসান হাবিব আকুল প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় বলেন, করোনা ভাইরাসের কালো থাবায় আজ সব কিছুই লন্ডভন্ড। প্রতি দিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চরম ভয়াবহ এই পরিস্থিতিতে আমাদের সকলকে আরও অধিক সচেতন হতে হবে। সচেতন করতে হবে পরিবার, পাড়া মহল্লার সকলকেই। সব মানুষের কাছে একটি ম্যাসেস দিতে হবে আপনী নিজে সুস্থ্য থাকলে আপনার পরিবার সুস্থ্য থাকবে, তাই করোনাকে জয় করতে হলে সচেতনতার বিকল্প কিছুই নেই বলে নেতৃবৃন্দ এ সময় উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here