অভয়নগরে রিপোটার্স ইউনিট কাবের দোয়া ও স্মরণসভা

0
399

অভয়নগর প্রতিনিধি ঃ রবিবার যোহরবাদ অভয়নগর রিপোর্টাস ইউনিট কাবের কার্যালয়ে প্রয়াত প্রতিযশা সাংবাদিক দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালু, দৈনিক রানারের সম্পাদক মুকুল, দৈনিক জনকন্ঠের সামশুল ইসলাম কেবল, দৈনিক সংগ্রামের সাংবাদিক বেলাল, মাছ রাঙ্গা টেলিভিশনের সাংবাদিক সাগর-রুনি, দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু, দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন, একই পত্রিকার সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপুসহ চারজন সংবাদকর্মীসহ যারা সাংবাদিকতার পবিত্র দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া- মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লিগের সাঃ সম্পাদক ও অভয়নগর রিপোর্টাস ইউনিটের উপদেষ্টা সরদার অলিয়ার রহমান, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের অভয়নগর প্রতিনিধি বদরুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন কাবের সভাপতি কাজী মোস্তাক আহমেদ, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দবির উদ্দিন মোল্লা, নির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ আবুল বাসার, ব্যবসায়ী মোশারফ হোসেনসহ আরোও অনেকে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কাবের সদস্য মোঃ হামিম আরাফাত। আলোচনা সভায় বক্তারা নির্ভীক সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও তাদের কর্মদীপ্ত জীবনের সংক্ষিপ্ত আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here