দূরারোগ্য লিভার ও ফুসফুস রোগে আক্রান্ত আকাশের চিকিৎসায় যশোর মানব কল্যাণ সংস্থার নগদ অর্থ সহায়তা

0
221

স্টাফ রিপোর্টার : দূরারোগ্য লিভার ও ফুসফুস রোগে আক্রান্ত গৃহপরিচারিকার ছেলে আকাশের চিকিৎসা সহায়তায় যশোর মানব কল্যাণ সংস্থা নগদ অর্থ সহযোগিতা প্রদান করেছেন। রবিবার সকালে আক্রান্ত আকাশের ভাই সজিবের নিকট তারা সংগঠনের পক্ষ থেকে ৭ হাজার টাকা প্রদান করেন। আকাশের পারিবারিক সূত্র জানিয়েছেন, যশোরে চিকিৎসায় সফল না হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। বাঁচার আশায় অসুস্থ আকাশ বর্তমানে ঢাকার মহাখালী বক্ষব্যধি হসপিটালের ৭-৮ নং ওয়ার্ডের ২৫ নং বেডে বাঁচার আকুতিতে স্বপ্ন দেখছেন। যশোর মানব কল্যাণ সংস্থা‘র নগদ অর্থ সহযোগিতা পেয়ে আবেগপ্লুতভাবে আকাশের পরিবারের পক্ষে তার ভাই নগদ ৭ হাজার টাকা গ্রহণ করেন। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যশোর মানব কল্যাণ সংস্থা‘র আহ্বায়ক ইনজামামুল হক বলেন, বিশ্বব্যাপি উদ্ভূত করোনা পরিস্থিতিতে সেচ্ছায় কর্মহীন অসহায় মানুয়ের পাশে থাকা, অসহায় রোগীদের সাহায্যে সহযোগিতা, সেচ্ছায় রক্তদানসহ মানব কল্যাণের ব্রত নিয়ে আমরা বন্ধুরা মিলে যশোর মানব কল্যাণ সংস্থা নামে এ সংগঠনটি পরিচালনা করছি। বিভিন্ন পত্রপত্রিকায় গৃহপরিচাচারিকার ছেলে আকাশ বাঁচতে চায় শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে আসে। এরপর সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করে। আমরা দূরারোগ্য লিভার ও ফুসফুস রোগে আক্রান্ত গৃহপরিচারিকার ছেলে আকাশের চিকিৎসা সহায়তায় সহযোগী হতে পেরে নিজেদেরও ভালো লাগছে। ইনজামামুল হক আরো বলেন, আমরা সংগঠনের সকলে সেচ্ছাসেবী হয়ে কাজ করতে চাই। এ ব্যাপারে সকলের একান্ত সহযোগীতাও কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here