মাগুরায় বড়শলই গ্রামে বিতর্কিত মেয়ে নিয়ে বিপাকে এলাকাবাসী।পুলিশ সুপারে বরাবর অভিযোগ

0
261

শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরার বড়শলই গ্রামে বিতর্কিত মেয়ে নিয়ে বিপাকে এলাকাবাসী, প্রতিকারে পুলিশ সুপার বরাবর ১৬ জুলাই গণস্বারিত অভিযোগ দিয়েছেন।আশংকায় আছ উঠতি বয়সের ছেলে/যুবকদের অভিভাবকরা। অভিযোগ সুত্রে জানা যায়, গ্রামের পাখি(ছদ্দ নাম) নামের কলেজ পড়ুয়া মেয়ে। স্বামী পরিত্যক্তা। ইতোমধ্যে মেয়েটির চারটি বিবাহ হয়েছে মর্মে আবেদন সূত্রে উল্লেখ আছে।গত সপ্তাহে শালিখার মনোখালী গ্রামের এক যুববকে প্রেমের ফাঁদে ফেলে তার বাড়িতে উপস্থিত হয় মেয়েটি।তবে কৌশলে তারা মেয়েটি বুঝিয়ে ফেরত পাঠায়।নাম প্রকাশে অনিচ্ছুক বড়শলই গ্রামের একজন শিক বলেন,এলাকার সকলের স্বার্থেই এই সমস্যার সমাধান আশু প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here