ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে শ্যামনগর প্রেসকাবে সংবাদ সম্মেলন

0
323

শ্যামনগর ব্যুরো ঃ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে শ্যামনগর উপজেলা প্রেসকাবে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন শ্যামনগর উপজেলা মরগাং-যতীন্দ্রনগর গ্রামের মোঃ সুজাউদ্দীন গাজীর পুত্র মোঃ জব্বর গাজী। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর প্রেসকাবে লিখিত বক্তব্যে তিনি বলেন- আমি অতিশয় গরিব, পেশায় একজন জেলে/বনজীবি। আমার সংসারে ৫ জন সদস্য। বন অফিস থেকে পাশ-পারমিট নিয়ে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরন করে জীবিকা নির্বাহ করি। এলাকার ইউপি সদস্য আনারুল আমাকে দিয়ে বিভিন্ন কাজ করে থাকে। আমি অতিশয় গরিব হওয়ায় আমাকে দিয়ে তার স্বার্থ উদ্ধারে খারাপ কাজ করাতে চায়। আমি তাহাতে রাজি না হওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানি করার চক্রান্তে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমুলক তার সহযোগী একই গ্রামের মৃত সাকাত আলী সরদারের পুত্র মোঃ বাবু সরদারের দ্বারা ০২/০৭/২১ তারিখ রাত ১১ টায় চুরি করে আমার বাড়িতে হরিণের মাংশ তুলে দিয়ে মোবাইল ফোনে ফরেস্টারকে খবর দিয়ে আমাকে ধরিয়ে দেয়। ০৩/০৭/২১ তারিখ হতে ১৮/০৭/২১ তারিখ পর্যন্ত আমি সাতক্ষীরা জেল হাজতে আটক থাকি। আমার ভাই আব্দুল করিম আমাকে জেল থেকে বাহির করার চেষ্টা করে। এসময় উক্ত আনারুল আমার ভাইকে বলে আমি তাকে হাজতে দিয়েছে। আমি তাকে বাহির করবো বলে টাকা চায়। আমার ভাই আইনি প্রক্রিয়ায় জেল থেকে আমাকে বাহির করে। আমি নিরপরাধ ব্যক্তি ১৫ দিন অন্যায়ভাবে জেলে থাকায় আমার পরিবার অতি কষ্টে অনাহারে দিন কাটিয়েছে। এসংবাদ সম্মেলনের মাধ্যমে ষড়যন্ত্রকারী আনারুল মেম্বরের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবিতে এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here