পোল্ট্রি ব্যাবসায়ি রুবেলের দুটি কিডনী নষ্ট বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা

0
305

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় পোল্ট্রি ব্যাবসায়ী রুবেল মোল্যা (২৬) এর দুটি কিডনী নষ্ট হয়ে ঢাকা শ্যামলী এসকেডি ইউরোলজী হাসপাতালে তৃতীয় তালায় ৩৫ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছেন প্রফেসর ডাঃ কামরুল ইসলাম এর তত্বাবধানে। তাঁর জীবন রার্থে জাতীয় পার্টির তাল উপজেলা সভাপতি, তালা প্রেসকাবের সভাপতি তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম চিকিৎসার উদ্যোগ গ্রহন করেছেন। রুবেলের সুচিকিৎসার জন্য ৭ ল ৮ ল টাকার প্রয়োজন। সেকারন একক ভাবে বিশাল অংকের টাকা ব্যায়করা দুরহ ব্যাপার। তাই সমাজের সহৃদয় পর উপকারি মানুষের সুদৃষ্টি কামনা করা হয়েছে। কোন স্বহৃদয় বান মানুষ তরুন বয়েসের একটি যুবকের জীবন বাঁচাতে চিকিৎসা সহায়তা পাঠাতে চাইলে মোঃ রুবেল মোল্যার ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৯৮৮- ৯৬৯৭৭৭। উক্ত বিকাশ নম্বরে তাঁর সাথে কথাবলে উক্ত বিকালে টাকা পাঠাতে পারেন। সে পল্লীবন্ধুর সহযোগি সংগঠন জাতীয় তরুন পার্টির তালা সদর ইউনিয়নের সাধারন সম্পাদক। প্রকাশ গতকাল সোমবার পর্যন্ত জাতীয়পাটির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম অসহায় রুবেল মোল্যার চিকিৎসা ব্যায় বাবদ নগত প্রদান করেছেন ৭৬ হাজার ৫০০ শত টাকা, রুবেলের পিতা মুজিবর মোল্যা, মাতা, রুবেলের শ্বশুর, রুবেলের স্ত্রী মিলে ৪০,০০০ হাজার টাকা,সাবেক ইউপি সদস্য ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু নগত ১০০০ টাকা তাঁর চিকিৎসার জন্য সাহায্য করেছেন। সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে। প্রতিদিন মোঃ রুবেল মোল্যার চিকিৎসার জন্য সাহায্য কারিদের নাম ঠিকানা ফেসবুকে প্রকাশ করা হবে। এবং চিকিৎসার প্রতিদিনের তথ্য আপনাদের সকলের অবগতির জন্য অবহিত করা হবে। ইনশাল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here