দেবহাটায় সুমনা ফাউন্ডেশনের আলোচনা সভাও গাছের চারা বিতরন

0
322

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙা এলাকায় গাছের চারা বিতরন করা হয়েছে।গতকাল বেলা তিনটায় পারুলিয়ার গড়িয়া ডাঙায় আঃরাজ্জাক ও ফারুকের বাড়ির উঠানে নারী ও পুরুষের নিয়ে তাদের উপকার সার্থে বিভিন্ন দিক নিদর্শনা মূলক এক আলোচনা সভা ও গাছের চারা বিতরন করা হয়েছে। গাছের চারা বিতরনের শুভ উদ্বোধন করেন যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার দেবহাটা সাতীরা প্রতিনিধি (সাংবাদিক)মোঃ আবুল হাসান। সুমনা ফাউন্ডেশনের পরিকল্প পরিচালক সবুজ হোসেন, বাবস্থাপনা পরিচালক এ এস এম মাকসুক খান।উপস্থিত সুমনা ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের সুপার ভাই জার আব্দুল্লাহ,পাখি মেডাম,মাঠ কর্মী রাজু সহ-সকলের উপস্থিতে স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে উঠান বৈঠকে আলোচনা সভা ও গাছের চারা বিতরন করা হয়েছে।আলোচনার এক পযার্য়ে সুমনা ফাউন্ডেশনের পে দৈনিক যশোর কে স্বাগতম জানিয়েছে সুমনা ফাউন্ডেশনের সকল কর্মকর্তা বৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here