আশাশুনির বুড়াখারআটি শ্যামা কালি মন্দির সাবেক সেক্রেটারী কর্তৃক মন্দিরের জমি দখল নেওয়ার পায়তারা করায় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা

0
252

এম,এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুরি শ্রীউলা ইউনিয়নের শ্রী শ্রী শ্যামাকালী মন্দির পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারীর বিরুদ্ধে মন্দিরের জমি জবর দখল নেওয়ার পায়তারা ও ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বর্তমান মন্দির পরিচালনা কমিটির সাথে মন্দিরের সাবেক সেক্রেটারী সহ তার লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এ ঘটনায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশাংকা রয়েছে। এ ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারআটি গ্রামের শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরে। এ ব্যাপারে বর্তমান বুড়াখারআটি শ্রী শ্রী শ্যামাকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীন বন্ধু মন্ডল ওরফে মন্টু বাদী হয়ে মন্দিরের সম্পত্তির রক্ষায় সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৫/০২/২০২২ তারিখে ১৪৫ ধারায় ২৯৩/২২ নং মামলা দায়ের করেন। মামলাটি সাতক্ষীরা বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সরেজমিনে তদন্ত পূর্বক জমি দখল প্রতিবেদনের জন্য ও ওসি আশাশুনি থানাকে শান্তি শৃংখলা রক্ষায় নির্দেশ দেন। এ বিষয়ে আদালতে দায়েরকৃত মামলা সুত্রে ও সরেজমিন ঘুরে তথ্য অনুসন্ধানে জানা গেছে শ্রীউলা ইউনিয়নের বুড়াখারআটি শ্রী শ্রী শ্যামাকালী মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদন হিসাবে দায়িত্বে থাকা অবস্থায় অনিমেষ সরকার (গনেশ) মন্দিরের বরাদ্ধকৃত ৫০ শতক জমি খাস জমি তাহার ভাগ্নে শংকার মন্ডল এর নামে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ভূল বোঝায়ে আর্থিক লেনদেন মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্থ দলিল করে নেন। এর পরেও ক্ষ্যান্ত হয়নি মন্দির পরিচালনার জন্য সুজিত কুমার মন্ডলের নামে বরাদ্দকৃত ৬০ শতক সম্পত্তি ও দখলের জন্য সুজিতকে ভয়ভীতি দেখিয়ে তাদের দলে নিয়ে শ্রী শ্রী শ্যামা কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী গনেশ মন্ডলের নেতৃত্বে তার দলীয়রা দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমি দখল নেওয়ার ষড়যন্ত্র ও পায়তারা চালিয়ে যাচ্ছে। তবে জানাগেছে বৃহস্পতিবার সকালে যে কোন সময় মন্দিরের জমি দখল নিতে পারে ফলে মন্দির পরিচালা কমিটির লোকজন ও গ্রামবাসীসহ জমি দখলের চেষ্টাকারী মন্দির কমিটর সাবেক সেক্রেটারী সহ দলীয়দের মধে ব্যাপক উত্তেজনা চলছে। এমতাবস্থায় মন্দিরের সম্পত্তি উদ্ধার ও রক্ষাসহ এলাকায় শান্তি শৃংখলা নিয়ন্ত্রন রাখতে আইন শৃংখলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও গ্রামবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here