নিজস্ব প্রতিবেদক : বিশ^ জাকের মিঞ্জল দরবার শরীফ কর্মী গ্রুপ যশোর
জেলা শাখার উদ্যোগে আগামী ১৮ অক্টোবর টাইন হল
মাঠে অনুষ্ঠিত হবে বিশ^ আজিমুশ^ান ইসলামী
জলছা। এ উপলক্ষে রেডক্রিসেন্টে শনিবার দুপুরে প্রস্তুতি
সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ^ জাকের মিঞ্জল দরবার
শরীফ কর্মী গ্রুপের যশোর জেলার কর্মী প্রধান ও
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সংগঠনের জেলার সহকারী কর্মী প্রধান মাজহারুল
ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক
বিভাগের কর্মী প্রধান আলহাজ¦ মো. জাহাঙ্গীর কবির,
জেলার সহকারী কর্মী প্রধান আসাদুজ্জামান আসাদ,
শার্শার কর্মী প্রধান আলহাজ¦ এইচ এম আবুল বাশার,
চৌগাছার কর্মী প্রধান আমির হোসেন,
বাঘারপাড়ার কর্মী প্রধান মোসলেম আলী মোল্লা,
অভয়নগরের কর্মী প্রধান এবিএম আক্কাস আরী,
মনিরামপুরের কর্মী প্রধান মতিয়ার রহমান, কেশবপুরের
কর্মী প্রধান আব্দুর রহিম সানা , ঝিকরগাছার কর্মী
প্রধান আব্দুল গণি প্রমুখ।















