0
276

সলুয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আরো একটা বড় অর্জন
সলুয়া থেকে জাফর ইকবালঃ বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়,এমনই পরিচয় একের পর এক দিয়ে যাচ্ছে সলুয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,কখন ও শিক্ষক নিয়োগ দেওয়া,কখনো পরিচালনা কমিটি নিয়ে,একের পর এক হাডুডু বলি আর লুকোচুরি বলি খেলা একটা চলছেই, যা হোক এস,এস সি পরীক্ষার ফলাফল, সকলের মধ্যে না হলেও কিছু কিছু পিতামাতার টনক নড়েছে বলে মনে হয়,তবে পুরোপুরি নয়,এবারে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪৬ জন ছাত্রছাত্রী,পাশ ১০৯, এ গ্রেট-২৯, আর ফেল ৩৭, এ প্লাস কল্পনার কল্পোলোকে,১৯৬২ সালে স্থাপিত
এই স্কুলটি দাড়িয়ে আছে তার নিজের ভঙিমায়, শত ভাগ ভালো ফলাফল আশা করলেও সোনার হরিণ,অথচ অজপাড়াগাঁয়ে রানিয়ালি স্কুলে শুধু এ- প্লাস নয়,গোল্ডেন পেয়েছেন,নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন স্কুলে পড়াশোনা হবে কি করে
যেখানে পড়াশোনার পরিবেশই নেই,এলাকা বাসির অনেকেরই ধারণা বানিজ্যিক নিয়োগ প্রক্রিয়ার কারনেই এ অবস্থা, পড়ালেও বেতন না পড়ালেও বেতন, গোলেমালে যায় যতদিন,বর্তমানে করোনা ভাইরাস মহামারী কাটিয়ে যদি আবার শুরু হয় পড়াশোনা,তবে ভালো ফলাফলের আশা আগামী প্রজন্মকে দিয়ে,এমন প্রত্যাশায় আছেন সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here