চাকু মেরে একজনকে আহত

0
156

ঘটনার তারিখ ও সময়ঃ*২৭/০৪/২৩ খ্রি: অনুমান ১০,১০ ঘটিকা। কোতোয়ালি থানাধীন শেখহাটি তরফ নওপাড়া ভিক্টিমের নিজ বাড়ি। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ*জনৈক পারভেজ (৩৮) পিতা এরশাদ আলী, গ্রাম তরফ নওপাড়া, থানা-কোতোয়ালি, জেলা-যশোর। অদ্য ২৭/০৪/২৩ খ্রি: অনুমান ১০,১০ ঘটিকার সময় পূর্ব শত্রুতা জেরে একই সাকিনের আব্দুল্লাহ (১৯) পিতা আক্তার ভিকটিমের বাড়িতে ঢুকে চাকু দ্বারা পোক মেরে ভিকটিমের শরীরের চার জায়গায় রক্তাক্ত কাটা যখন করে দ্রুত ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। ভিক্টিমের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানা যায় রোগীর অবস্থা আশঙ্কাজনক। রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে বলে জানা যায়। রোগীর স্বজনের মোবাইল নাম্বার 01920493630
ভিকটিমের সংখ্যাঃ*০১ জন। গ্রেফতারঃ*নাই। (মামলা/জিডিঃ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here