0
254

দশমিনায় ধোপা বাড়ীর ব্রীজটি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং
ওয়ার্ডে যানবাহন ও লোকজনের চলাচলের সংযোগস্থল এই ধোপাবাড়ীর ব্রীজ। প্রায়ই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। এই ব্রীজ দিয়ে ৭ ও ৮
নং ওয়ার্ডের পাঁচ শতাধিক লোকের চলাচল করে থাকে। বর্তমানে ব্রীজটি মরন ফাঁদে পরিনত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২দিন পূর্বে গরু পার করতে গিয়ে ব্রীজের কাঠ ভেঙ্গে গরু নিচে খালে পড়ে যায়। এলাকাবাসী
প্রায়ই নিজ অর্থায়নে চলাচলের জন্য মেরামত করে থাকে। ব্রীজটি এতই পুরাতন স্থায়ী ভাবে সংস্কার করলেও থাকে না। গত শুক্রবার এক রিক্সাচালক রিক্সা আরোহী নিয়ে ব্রীজ পার হতে গেলে পড়ে যায়। কোন মতে কোন
দূর্ঘটনা ছাড়াই প্রানে বেঁচে যায় রিক্সাচালক ও আরোহী। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কছে স্থানীয় জনসাধারনের/ভূক্তভোগীদের
প্রানের দাবী যত দ্রুত সম্ভব ব্রীজটি নতুন কওে নির্মান করার দাবী জানান। তা না হলে যে কোন সময় এই ব্রীজ দিয়ে সাধারন জনগন চলাচল করতে গিয়ে প্রানহানী ঘটনা ঘটতে পারে বলে তারা আশংকা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here